চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতাকে মারধরের অভিযোগে দুই জনকে আটক করেছে র্যাব।
বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।
তারা হলেন, জালাল উদ্দীন জোবায়ের ও মো. ইমন।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন র্যাবের হাটহাজারী কোম্পানি কমান্ডার মাহফুজুর রহমান।
তিনি বলেন, ‘আটক দুজন চিহ্নিত ক্যাডার। তারা স্পটে থেকে ভুক্তভোগীকে হিট করেছিলেন। আমরা অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের বাইরের আশপাশের এলাকা থেকে তাদের ধরেছি।’
শাখা ছাত্রলীগের উপগ্রুপ ভিএক্সের কর্মী মো. ইমরান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে স্থানীয় ব্যবসায়ী ও যুবলীগ নেতা হানিফ ও তার অনুসারীরা প্রদীপ চক্রবর্তী দুর্জয় ও মো. রাশেদের ওপর হামলা চালায়। তাদের মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
হানিফের গ্রেপ্তারের দাবিতে নেতাকর্মীরা সে রাতে বিশ্ববিদ্যালয়ের মূল গেটে তালা দেয়। ক্যাম্পাসের ভেতরের সড়কে চলাচলও বন্ধ করে দেয়। ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা।
এরপর হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম হানিফকে হেফাজতে নেয়ার কথা জানালে বুধবার দুপুরে অবরোধ তুলে নেয় ভিএক্স গ্রুপ।