ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় মোটরসাইকেলচালক ও আরোহী নিহত হয়েছেন।
উপজেলার বালিপাড়া সড়কের শেখবাজার এলাকায় বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঈশ্বরগঞ্জের দত্তপাড়া গ্রামের শফিকুর রহমান কাঞ্চনের মেয়ে ৩০ বছরের আইরীন সুলতানা ও একই উপজেলার হারুয়া দক্ষিণপাড়া এলাকার আব্দুল হেলিমের ছেলে ৪৮ বছরের আবু সিদ্দিক।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র রায়।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বালিপাড়া থেকে ছেড়ে যাওয়া শালবন পরিবহনের একটি বাস বেলা ২টার দিকে শেখবাজার এলাকায় পৌঁছায়। সে সময় ত্রিশাল থেকে আসা মোটরসাইকেলকে এটি চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুজন রাস্তার পাশে ছিটকে পড়ে নিহত হন।
তিনি আরও জানান, আইরীন ত্রিশালে একটি বিমা প্রতিষ্ঠানে চাকরি করেন। মোটরসাইকেলচালক আবু সিদ্দিক অটোরিকশার ব্যবসা করেন। দুজনের বাড়ি কাছাকাছি হওয়ায় তারা ত্রিশাল থেকে একসঙ্গে ফিরছিলেন।