বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কালিয়াকৈরে কারখানায় আগুন: দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

  •    
  • ২ জুন, ২০২২ ১৮:০২

‘দুপুর দুইটার দিকে নুর গ্রুপের রাইয়ান নিট কম্পোজিট কারখানার তৃতীয় ও চতুর্থ তলায় আগুন লাগে। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও সাভার ইপিজেড থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ৩টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’

দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের কালিয়াকৈরের পোশাক কারখানার আগুন। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় ৩টা ৩৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে চন্দ্রা এলাকার নুর গ্রুপের পোশাক কারখানায় আগুন লাগে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘দুপুর দুইটার দিকে নুর গ্রুপের রাইয়ান নিট কম্পোজিট কারখানার তৃতীয় ও চতুর্থ তলায় আগুন লাগে। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন বাড়তে থাকায় খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে।

‘পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও সাভার ইপিজেড থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ৩টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’

ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আরও বলেন, ‘আগুনে কারখানার ওই দুটি ফ্লোরে মজুত করা ফেব্রিক্স পুড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।’

এ বিভাগের আরো খবর