কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম বলেন, ‘নুর গ্রুপের রাইয়ান নিট কম্পোজিট কারখানার তৃতীয় ও চতুর্থ তলায় আগুন লেগেছে।’
গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
উপজেলার চন্দ্রা এলাকার নুর গ্রুপের একটি কারখানায় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নুর গ্রুপের রাইয়ান নিট কম্পোজিট কারখানার তৃতীয় ও চতুর্থ তলায় আগুন লেগেছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ও সাভার ইপিজেড থেকে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’
তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।