চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দ্বিতীয়বার ভর্তির সুযোগ চেয়ে শিক্ষার্থীরা যে অবস্থান কর্মসূচি করছিল তা স্থগিত করা হয়েছে। তবে এ ব্যাপারে কথা বলতে ক্যাম্পাসে যাচ্ছে ১৫ জন শিক্ষার্থীর একটি দল।
বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে অবস্থান কর্মসূচি স্থগিত করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর আগে নগরীর ষোলশহর রেলস্টেশনে বৃ্হস্পতিবার সকাল থেকে অবস্থান করছিলেন শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচির আগে তারা বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন অবরোধের চেষ্টাও করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় বসার সুযোগ নেই।
তবে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করতে ক্যাম্পাসে আসছে।
চট্টগ্রাম সরকারি মডেল কলেজের সাবেক শিক্ষার্থী ও প্রতিনিধিদলের সদস্য রিমকাতুল রাশেদ অথৈ নিউজবাংলাকে বলেন, ‘আমাদের আলোচনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডেকেছে। তাই আমাদের অবস্থান কর্মসূচি স্থগিত করেছি। আমাদের দাবি মানা না হলে আমরা সামনে কঠোর আন্দোলনে যাব। ১৫ জনের একটি দল ক্যাম্পাসে যাচ্ছি।’
প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, ‘তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের কেউ না যে তারা আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। তবুও শিক্ষার্থী হিসেবে তাদের প্রতি আমাদের সফট কর্নার আছে। রেল কর্তৃপক্ষ তাদের আমাদের সঙ্গে আলোচনা করতে পাঠিয়েছে। তাদের দরকার হলে তারা কথা বলবে। আমাদের কেন্দ্রীয় ভর্তি কমিটিতে সিদ্ধান্ত নেয়া আছে। তারপরও আমরা সামনের মিটিংয়ে বিষয়টা উপস্থাপন করব।’