বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বরিশালে বাল্কহেডডুবি, নিখোঁজ সুকানি

  •    
  • ২ জুন, ২০২২ ১৪:১২

বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির বলেন, ‘ভোরের দিকে নদীতে ভাটা শুরু হলে একপাশ কাত হয়ে বাল্ক‌হেডটি ডুবে যায়। তিন শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন সুকান মিলন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে।’

বরিশালের বাকেরগঞ্জের তুলাতলী নদীতে বালুবাহী বাল্কহেড ডুবে সুকানি নিখোঁজ রয়েছেন।

উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ইমামকাঠি গ্রামের ঘোষবাড়িসংলগ্ন নদীর অংশে বৃহস্পতিবার ভোর ডুবে যায় নোঙর করে রাখা আবু সালেহ-২ নামের বাল্কহেডটি।

বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ সুকানির নাম মিলন মোল্লা। ২৩ বছরের এ যুবক উপজেলার গাড়ুরিয়া ইউনিয়নের হিরাধর গ্রামের কালাম মোল্লার ছেলে।

এসআই মনির বলেন, ‘নদীতে জোয়ার থাকায় শ্রমিকরা রাতে আবু সালেহ-২ নামের বাল্কহেডটি ইমামকাঠি গ্রামের ঘোষবাড়িসংলগ্ন অংশে নোঙর করে। এতে চারজন শ্রমিক ছিলেন। একপর্যায়ে শ্রমিকরা বাল্ক‌হে‌ডে ঘুমিয়ে পড়েন।

‘ভোরের দিকে নদীতে ভাটা শুরু হলে একপাশ কাত হয়ে বাল্ক‌হেডটি ডুবে যায়। তিন শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন সুকানি মিলন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে।’

বাল্ক‌হে‌ডের শ্রমিক নাসিরুল নিউজবাংলাকে বলেন, ‘ফজরের আজানের সময় কাত হয়ে পানি উঠে বাল্ক‌হেডটি ডুবে যায়। বিষয়টি প্রথমে টের পেয়ে সবাইকে ডেকে তুলেন মিলন। এ সময় বাল্কহেড অর্ধেক ডুবে যায়। তারা নদীতে ঝাঁপ দেয়ার আগে মিলন ইঞ্জিনরুম থেকে কিছু একটা আনতে যান। তাকে মানা করার পরও ইঞ্জিন রুমে যায়। তখনই বাল্ক‌হেড‌টি ডুবে যায়।’

এ বিভাগের আরো খবর