সিলেট ওসমানী বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।
আটক যাত্রীর নাম মঈনুল ইসলাম সাকিল। তার বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট গ্রামে।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কাস্টমসের উপপরিচালক মো. আল আমিন।
তিনি জানান, ওই ব্যক্তির কাছ থেকে ১ কেজি ১৬০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। এর বাজারমূল্য কোটি টাকার ওপরে।সকাল ৯টায় আবুধাবি থেকে ফ্লাইটটি ওসমানীতে অবতরণ করে। এ সময় মঈনুল ইসলামের লাগেজ তল্লাশি করে অবৈধভাবে আনা স্বর্ণ পাওয়া যায়।
কাস্টমস কর্মকর্তা আল আমিন বলেন, ‘মঈনুল স্বর্ণ গলিয়ে নিয়ে এসেছেন। ধরা না পড়ার জন্য স্বর্ণের ওপর ইস্পাতের রং করেছেন। কিন্তু আমাদের চোখ ফাঁকি দিতে পারেননি।’
মঈনুলকে জিজ্ঞাসাবাদ চলছে জানিয়ে আল আমিন বলেন, ‘তিনি কী উদ্দেশ্যে এবং কোথা থকে স্বর্ণগুলো এনেছেন তা জানার চেষ্টা করছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় হস্তান্তর করা হবে।’
এরআগে গত ২৭ মে ওসমানী বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ১৬০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
দুবাইয়ের একটি ফ্লাইটে আসা আলী আহমদ নামের ওই যাত্রী নেবুলাইজার মেশিনের ভেতরে করে স্বর্ণেল ১১টি পাত নিয়ে এসেছিলেন।