বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জমি নিয়ে বিরোধে ভাইকে ‘খুন’

  •    
  • ২ জুন, ২০২২ ০৯:৩২

দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক মোস্তফা হাবিবুল্লাহ বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। অভিযুক্ত আনারুল পলাতক।’  

কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে বিরোধের জেরে যুবকের লাঠির আঘাতে বড় ভাই প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

উপজেলার মথুরাপুরের হিসনাপাড়ায় বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বড় ভাই মো. মুক্তারের বয়স আনুমানিক ৫০। তাদের বাড়ি একই গ্রামে।

বৃহস্পতিবার সকালে নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেন দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ।

স্থানীয়দের বরাতে তিনি জানান, জমি নিয়ে আগে থেকেই দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে বুধবার রাত ১০টার দিকে মুক্তারের সঙ্গে ছোট ভাই মো. আনারুলের স্ত্রীর ঝগড়া বাধে। এ সময় দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে আনারুল বাঁশ দিয়ে মুক্তারের মাথায় ও ঘাড়ে আঘাত করেন। এতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মুক্তার।

পরে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ পরিদর্শক মোস্তফা হাবিবুল্লাহ বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। অভিযুক্ত আনারুল পলাতক।’

এ বিভাগের আরো খবর