ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীর প্রচারে হামলা চালিয়ে তার গাড়ি ভাংচুর করা হয়েছে। হামলায় আহত হয়েছেন প্রার্থী কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজলসহ অন্তত ৫ জন।
শহরের ধোপাঘাটা নতুন ব্রিজ এলাকায় বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, হামলায় জড়িত সন্দেহে ১৫ জনকে আটক করা হয়েছে।
আহত অন্যরা হলেন স্বতন্ত্র প্রার্থী কাইয়ূমের ভাই আবু শাহরিয়ার জাহেদী প্রজ্জল, লাবলুর রহমান, রুবেল হোসেন ও মমিনুল ইসলাম।
কাইয়ূমের অভিযোগ, বিকেল সাড়ে ৫ টার দিকে শহরের গোবিন্দপুর এলাকা থেকে গণসংযোগ শুরু করে শহরের ধোপাঘাটা নতুন ব্রিজ এলাকায় পৌঁছান তারা। এ সময় নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা মোটরসাইকেলে শ্লোগান দিতে দিতে সেখান দিয়ে যাচ্ছিল। হঠাৎ ওই বহর থেকে তাদের দিকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। এক পর্যায়ে হামলাকারীরা তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে।
কাইয়ূম জানান, আত্মরক্ষার্থে তিনি নিজের লাইসেন্স করা অস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছোড়েন। তখন হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয়রা আহত অবস্থায় তাদের নিয়ে সদর হাসপাতালে ভর্তি করে।
অভিযোগের বিষয়ে জানতে নৌকার প্রার্থী আব্দুল খালেককে একাধিকবার কল করা হলেও তিনি কল কেটে দেন।
পুলিশ কর্মকর্তা আবুল বাশার জানান, এ ঘটনার পর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঝিনাইদহ পৌরসভায় ভোট হবে আগামী ১৫ জুন। মেয়র হতে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।