প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, মাঠে ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
ঝিনাইদহের কোটচাঁদপুরে মাঠের পাশে ঝোপ থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার দোড়া ইউনিয়নের লক্ষ্মিপুর গ্রামের মাঠ থেকে বুধবার রাত ৯টার দিকে উদ্ধার করা হয় মরদেহটি।
নিহত নারীর নাম তসলিমা খাতুন। তার স্বামী আলম মণ্ডল এলাকায় ইজিবাইক চালান।
লক্ষিপুর ক্যাম্প ইনচার্জ সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাঠে ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।