নোয়াখালীর কবিরহাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার নরোত্তপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পদুয়া গ্রামে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এই র্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো এবায়েদ উল্যার ৩০ মাস বয়সী ছেলে সাইমুন ইসলাম ও এমদাদুল হক সোহেলের ১৮ মাস বয়সী মেয়ে ফারজানা আক্তার রাইছা। তারা দুজন মামাতো-ফুপাতো ভাই-বোন।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
স্বজনদের বরাতে তিনি জানান, বিকেলের দিকে শিশুরা বাড়ির উঠানে খেলছিল। বাড়ির লোকজনের অগোচরে তারা পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাদের দেখে স্বজনরা খুঁজতে শুরু করে। এক পর্যায়ে পুকুরে তাদের লাশ ভাসতে দেখে তা উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, পুলিশ গিয়ে সুরতহাল করেছে। পরিবারের কারও অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।