নেচে-গেয়ে উল্লাস করে ভোট চাচ্ছেন একদল ট্রান্সজেন্ডার। নিজেরাই গান পরিবেশন করছেন। পাশাপাশি ভোটও চাচ্ছেন। নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় থেকে শুরু করে অলিগলি চষে বেড়াচ্ছেন তারা।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে তাদের এই প্রচার।
বুধবার সারা দিন এ ধরনের প্রচার দেখা যায়। তাদের নাচ দেখতে ভিড় করছেন উৎসুক জনতা।
নাগি ও ববিতা নামে দুজন ট্রান্সজেন্ডার বলেন, ‘আমরা মানুষের কাছে হাত পেতে খাই। সাক্কু ভাই আমাদের ভালোবাসেন। তিনি বলেছেন, এবার নির্বাচিত হলে আমাদের চাকরি দেবেন।
‘আমরাও আর মানুষের কাছে হাত পাততে চাই না। তাই সাক্কু ভাইয়ের জন্য ভোট চাচ্ছি।’
মেয়রপ্রার্থী মনিরুল হক সাক্কু নিউজবাংলাকে বলেন, ‘ট্রান্সজেন্ডার মানুষগুলো আমাকে ভালোবাসে। আমিও তাদের আশ্বস্ত করেছি, তাদের যেন আর কখনও হাত পেতে খেতে না হয়। তাদের চাকরির ব্যবস্থা করব।’
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে পাঁচ মেয়র প্রার্থীসহ ১৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৯২ জন। আগামী ১৫ জুন ১০৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে।