বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জনশুমারি বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় প্রস্তুত কুষ্টিয়ার ডিসি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১ জুন, ২০২২ ১৭:৫৪

কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ‘তথ্য হলো শক্তি, যে জাতির কাছে যত তথ্য আছে, সে জাতির পরিকল্পনা তত সুষ্ঠু। আর এই তথ্য সংগ্রহের কাজটা আপনারা বাস্তবায়ন করতে চলেছেন।’

দেশে আগামী ১৫-২১ জুন শুরু হচ্ছে জনশুমারী ও গৃহগণনা। ২০২১ সালের এই প্রকল্প বাস্তবায়নে কুষ্টিয়া জেলা প্রশাসন সার্বিক সহযোগিতার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেছেন, তারা জনশুমারী ও গৃহগণনায় যাবতীয় সহযোগিতা করতে প্রস্তুত আছেন।

প্রকল্প বাস্তবায়ন করতে কুষ্টিয়াতে উপজেলা শুমারি সমন্বয়কারী, জোনাল অফিসার ও আইটি সুপারভাইজারদের চলমান ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

বুধবার বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসনের সম্মেলন কেন্দ্রে এ সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, ‘তথ্য হলো শক্তি, যে জাতির কাছে যত তথ্য আছে, সে জাতির পরিকল্পনা তত সুষ্ঠু। আর এই তথ্য সংগ্রহের কাজটা আপনারা বাস্তবায়ন করতে চলেছেন।’

এ সময় তিনি স্বতঃস্ফূর্তভাবে সবাইকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।

গত সোমবার কুষ্টিয়া সদর, কুমারখালী ও খোকসা উপজেলার শুমারি বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্তদের নিয়ে চার দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। যা শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ইন্ডাস্ট্রি ও লেবার উইং শাখার যুগ্ম-পরিচালক আব্দুল হালিম ও কুষ্টিয়া জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক আব্দুল আলীম।

এ ছাড়া অন্য জোনাল অফিসারসহ সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা শুমারি সমন্বয়কারী কুষ্টিয়া সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সুখেন কুমার পাল, কুমারখালী উপজেলার পরিংসংখ্যান কর্মকর্তা আলতাফুর রহমান, খোকসা উপজেলার পরিসংখ্যান তদন্তকারী শাজাহান আলী ।

দেশের প্রথম জনশুমারি হয় ১৯৭৪ সালে। পরিসংখ্যান আইন ২০১৩ অনুযায়ী ‘আদমশুমারি’কে জনশুমারি বলা হয়।

বিশ্বের সব দেশে জনশুমারি এবং গৃহগণনা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যাপকভিত্তিক পরিসংখ্যান কার্যক্রম। দশ বছর পর পর জনশুমারি অনুষ্ঠিত হয়। বাংলাদেশে দ্বিতীয় জনশুমারি হয় ১৯৮১ সালে।

তৃতীয়, চতুর্থ ও পঞ্চম জনশুমারি যথাক্রমে ১৯৯১, ২০০১ এবং ২০১১ সালে অনুষ্ঠিত হয়।

করোনার কারণে ২০২১ সালে দেশে জনশুমারি করা সম্ভব হয়নি। যা এবার ১৫ থেকে ২১ জুন এটি পরিচালিত হবে। এই সময়কে ‘শুমারি সপ্তাহ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। শুমারি শুরুর আগে ১৪ জুন রাত ১২টাকে ‘শুমারি রেফারেন্স পয়েন্ট বা সময়’ হিসেবে ধরা হয়েছে।

এ বিভাগের আরো খবর