হবিগঞ্জে কৃষকের কাছ থেকে ধান কিনে মজুত করা ও অনুমোদনহীনভাবে ব্যবসা পরিচালনার দায়ে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।পরে একটি প্রতিষ্ঠানকে বন্ধ ও অন্যটিকে লাইসেন্স করতে এক দিন সময় দেয়া হয়।হবিগঞ্জ শহরের খাদ্যগুদাম রোড এলাকায় বুধবার দুপুরে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের কর্মকর্তারা।নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জহিরুল ইসলাম। তিনি জানান, কৃষকের কাছ থেকে কম দামে ধান কিনে তা মজুত করছেন একশ্রেণির ব্যবসায়ীরা। এ কারণে প্রতিদিন ধানের দাম বাড়ছে।বুধবার অভিযান চালিয়ে ধান মজুত রাখা ও অনুমোদনহীনভাবে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনার দায়ে মেসার্স শাহ এন্টারপ্রাইজ ও সোহেল এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।তিনি বলেন, ‘এ সময় সোহেল এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত। শাহ্ এন্টারপ্রাইজকে লাইসেন্স করতে এক দিন সময় দেয়া হয়েছে।’ভ্রাম্যমাণ আদালতকে র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল সহযোগিতা করেছে বলেও জানান তিনি।
ধান মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
হবিগঞ্জের এনডিসি জহিরুল ইসলাম বলেন, ‘দুপুরে অভিযান চালিয়ে ধান মজুত রাখা ও অনুমোদনহীনভাবে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনার দায়ে মেসার্স শাহ এন্টারপ্রাইজ ও সোহেল এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
-
ট্যাগ:
- জরিমানা
এ বিভাগের আরো খবর/p>