বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অস্ত্রের মুখে কাবিনে সই নেয়ার অভিযোগ

  •    
  • ১ জুন, ২০২২ ১৬:৪১

ওই তরুণী বলেন, ‘৬ বছর ধরে তিতাস তাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছে। রাজি না থাকায় শেষমেশ সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে বিয়ের কথা বলে তার মাকে বেঁধে রেখে গালাগাল করে চাপ সৃষ্টি করতে থাকে। একপর্যায়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেয়া হয়। পরে ভয়ে কাবিননামায় সই করেছি। রাত দেড়টার দিকে কাবিননামা নিয়ে ওরা চলে যায়।’

কুষ্টিয়ায় অস্ত্রের মুখে তরুণীর কাছ থেকে বিয়ের কাবিনে সই নেয়ার অভিযোগ উঠেছে।

কুমারখালী উপজেলার পান্টি এলাকায় মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিউজবাংলাকে এ তথ্য জানিয়েছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।

তিনি বলেন, ‘বুধবার দুপুরে ওই তরুণী ও তার মা কুমারখালী থানায় অভিযোগ নিয়ে এসেছেন। আমরা সেটি খতিয়ে দেখছি।’

ওই তরুণীর মা বলেন, ‘আমাকে দড়ি দিয়ে বেঁধে রেখে মেয়ের মাথায় অস্ত্র ঠেকিয়ে জোর করে কাবিননামায় সই নিয়েছেন মো. তিতাস। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় ইন্টারনেট ব্যবসায়ী মো. রোমান ও মো. লাহোরীসহ কয়েকজন তিতাসের সঙ্গে আসেন। বাড়ির পেছনের দরজা দিয়ে ঘরের ভেতরে ঢোকেন তারা।‘এ সময় তাদের হাতে অস্ত্র, দা, ডাঁসা, দড়ি ছিল। তারা এসেই জানায় তিতাসের সঙ্গে বিয়ে না দিলে তারা আমার মেয়েকে মেরে ফেলবে। পরে আমার বাসার ভাড়াটিয়ার মোবাইল কেড়ে নিয়ে তাকেও আটকে রাখে।’

তিনি আরও বলেন, ‘এ বিয়ে আমরা মানি না। মামলা করব, তবে আমরা খুব ভয়ে আছি।’

ওই তরুণী বলেন, ‘৬ বছর ধরে তিতাস তাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছে। রাজি না থাকায় শেষমেশ সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে বিয়ের কথা বলে তার মাকে বেঁধে রেখে গালাগাল করে চাপ সৃষ্টি করতে থাকে। একপর্যায়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেয়া হয়। পরে ভয়ে কাবিননামায় সই করেছি। রাত দেড়টার দিকে কাবিননামা নিয়ে ওরা চলে যায়।’

অভিযোগের বিষয়ে জানতে তিতাসকে ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। পরিচয় জানিয়ে তাকে এসএমএস করা হয়েছে।

এ বিভাগের আরো খবর