চট্টগ্রামের চকবাজারে খালাতো দুই বোনের ওপর অ্যাসিড ছোড়ার দায়ে দুই ভাই-বোনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রাম মহানগর অতিরিক্ত দায়রা জজ নারগিস আক্তারের আদালত বুধবার দুপুরে এ রায় দেন।
দণ্ডিতরা হলেন ৩৩ বছর বয়সী শারমিন ফারজানা লতিফ সাকি ও তার ছোট ভাই ইফতেখার লতিফ সাদি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী তসলিম উদ্দিন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, ২০১০ সালে ১০ অক্টোবর ভোরে নগরীর চকবাজার জয়নগর এলাকায় দুই বোন মুনতাহা কারিনা ও সালসাবিল তাসনিমের ওপর অ্যাসিড ছোড়েন সাকি ও সাদি। এতে তাদের শরীর ঝলসে যায়।
এ ঘটনায় দুই বোনের বাবা চকবাজার থানায় মামলা করেন।
ওই বছরের ডিসেম্বরে সাকি ও সাদির বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০১১ সালের এপ্রিলে তাদের বিচার শুরু হয়।
আইনজীবী তসলিম নিউজবাংলাকে বলেন, ‘২০১০ সালের ২০ অক্টোবর মুনতাহার বিয়ের দিন ঠিক করা হয়েছিল। নিজের আগে বয়সে ছোট খালাতো বোনের বিয়ে ঠিক হওয়ায় সাকি ঈর্ষান্বিত হয়ে অ্যাসিড ছোড়ার পরিকল্পনা করেন। এ কাজে তাকে সহযোগিতা করেন ছোট ভাই সাদি।
‘২৫ জনের সাক্ষ্য নেয়া শেষে বিচারক দুই ভাই-বোনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। একই সঙ্গে সাকিকে ৫০ হাজার টাকা ও সাদিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।’