বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লোহার পাইপে ধাক্কা, নিয়ন্ত্রণ হারিয়ে অটোচালক নিহত

  •    
  • ১ জুন, ২০২২ ১৫:৫২

সদর হাসপাতালের চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, ‘মুমুর্ষূ অবস্থায় ছেলেটিকে হাসপাতালে আনা হয়৷ তাৎক্ষণিক তার চিকিৎসাও শুরু করা হয়। অক্সিজেন লাগানোর কয়েক মিনিটের মধ্যেই ছেলেটি মারা যায়। ধারণা করা হচ্ছে, মাথায় আঘাত পেয়েই ছেলেটি মারা গেছে।’

লক্ষ্মীপুরে শ্রমিকের হাতে থাকা লোহার পাইপের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারায় এক অটোরিকশার চালক। এতে ঘটনাস্থলেই মারা যায় ১৫ বছর বয়সী ওই কিশোর।

লক্ষ্মীপুর সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ওই কিশোরের নাম জোহান মাহমুদ। তার বাড়ি লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি এলাকায়। সে ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর রামগতি সড়কের পাশে একটি পিকআপ ভ্যান দাঁড়ানো ছিল। এ পিকআপ ভ্যানে লোহার পাইপসহ কিছু সরঞ্জাম তুলছিলেন শ্রমিকরা।

এ সময় জোহান লাহারকান্দি থেকে অটো নিয়ে দক্ষিণ তেমুহনির দিকে আসছিল। ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকদের হাতে থাকা লোহার পাইপের সঙ্গে তার অটোর ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ও জনপথ কার্যালয়ের নিরাপত্তা দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশাটি উল্টে যায়।

এতে জোহান অটোর নিচে চাপা পড়ে ও মাথায় আঘাত পায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে সদর হাসপাতালের চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, ‘মুমুর্ষূ অবস্থায় ছেলেটিকে হাসপাতালে আনা হয়৷ তাৎক্ষণিক তার চিকিৎসাও শুরু করা হয়। অক্সিজেন লাগানোর কয়েক মিনিটের মধ্যেই ছেলেটি মারা যায়। ধারণা করা হচ্ছে, মাথায় আঘাত পেয়েই ছেলেটি মারা গেছে।’

এ বিভাগের আরো খবর