কিশোরগঞ্জের ইটনার ধনু নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ শিশু রহমত উল্লাহ সোহানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের অলুয়া গ্রামের পাশে নদী থেকে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
তিন বছর বয়সী সোহান মিঠামইনের ঢাকী ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা সোহাগ মিয়ার ছেলে।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা।
এলংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূইয়া রুবেল জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের চরপাড়া থেকে ৪০ থেকে ৫০ জন যাত্রী নিয়ে চামড়াবন্দরের উদ্দেশে রওনা দেয় ট্রলারটি। সকাল সাড়ে ৯টার দিকে ইটনার এলংজুরী বাজারঘাটের পাশে পৌঁছালে ঘুরাতে গিয়ে এটি ডুবে যায়। পরে সব যাত্রী সাঁতরে তীরে উঠলেও ৫০ বছর বয়সী নারী রঙমহল ও শিশু সোহান তীরে উঠতে সক্ষম হয়নি।
পরে ফায়ার সার্ভিস ও পুলিশের লোকজন উদ্ধার তৎপরতা শুরু করে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রঙমহলের মরদেহ উদ্ধার করলেও সোহানকে খুঁজে পাওয়া যায়নি। আজ সকাল সাড়ে ৯টার দিকে নদীতে মরদেহটি ভেসে উঠলে স্থানীয় জেলেরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি কামরুল ইসলাম বলেন, ‘মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নৌ-পুলিশের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। ট্রলার মালিক রনজিত দাসকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।’