নরসিংদীর মেঘনা নদীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে এক স্কুলছাত্র তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এখনও মেলেনি তার কোনো খোঁজ।
রায়পুরা উপজেলায় শ্রীনগর ইউনিয়নের পান্থশালা ফেরিঘাটে মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আবির ইসলাম সেরাজ নগর এমএ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। সে পলাশতলী ইউনিয়নের খাকচক গ্রামের আশরাফুল ইসলামের বড় ছেলে।
রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, নিখোঁজ ওই কিশোর বন্ধুদের সঙ্গে দুপুরে পান্থশালাতে বেড়াতে আসে। পরে ঘাটে বাঁধা ফেরির জেটি থেকে পানিতে পড়ে তলিয়ে যায় আবির। গতকাল থেকে বুধবার সকাল পর্যন্ত এখনও নিখোঁজ আছে সে।
নিখোঁজ আবিরের স্বজনরা জানান, গতকাল নিখোঁজের পর থেকে নদীতে আবিরকে উদ্ধার করতে অভিযান চালায় পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা। কিন্তু দীর্ঘ অভিযানেও মেলেনি আবিরের সন্ধান।
নিখোঁজ আবিরের মা লুৎফুন্নাহার নিউজবাংলাকে বলেন, ‘আবির বন্ধুদের সঙ্গে জন্মদিন উপলক্ষে গতকাল দুপুরে পান্থশালাতে ঘুরতে আসে। পরে ঘাটে বাঁধা ফেরির জেটি থেকে পানিতে পড়ে ডুবে যায় সে৷ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। বিকেল থেকে সারারাত নদীর পাড় ধরে ছেলেকে খুঁজলাম, পেলাম না। কোথায় আবির, আবিরকে এনে দেন।’
আবির সাঁতার জানত না বলেও জানায় আবিরের স্বজনরা।
এ ব্যাপারে রায়পুরা ফায়ার সার্ভিসের সদস্য কবীর নিউজবাংলাকে বলেন, ‘৯৯৯ এর মাধ্যমে গতকাল দুপুর ২টার দিকে এক স্কুলশিক্ষার্থী মেঘনা নদীতে ডুবে যাওয়ার খবর পাই। আমাদের এখানে কোনো ধরনের ডুবুরি না থাকায় আমরা টঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দেই।
‘পরে একদল ডুবুরি এসে উদ্ধার কার্যক্রম চালান। দীর্ঘ চার ঘণ্টা চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে আবির। আমাদের উদ্ধার অভিযান চলছে।’
রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার বলেন, ‘মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার পান্থশালায় জেটি থেকে পড়ে মেঘনায় নিখোঁজ হয় স্কুলছাত্র আবির ইসলাম। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালানো হয়। গতকাল চার ঘণ্টা উদ্ধার অভিযানের পর রাতে অভিযান সাময়িক বন্ধ রাখা হয়। সবশেষ সকাল সাড়ে ৯টা পর্যন্ত আমি যতটুকু জানি আবির নিখোঁজ রয়েছে। আমাদের উদ্ধার অভিযান এখনও চলছে।’