খুলনার ডুমুরিয়ায় মোটরসাইকেল ও ভ্যানকে ধাক্কা দিয়ে বাস বিলে পড়ে দুজন নিহত হয়েছেন।
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়ার উপজেলার গুটুদিয়া এলাকায় বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোটরসাইকেলের চালক ৩৬ বছর বয়সী আলী ওসমান এবং বাসযাত্রী ৬৫ বছর বয়সী মো. খালেক। ওসমান একটি ওষুধ কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ ছিলেন।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি বাস গুটুদিয়া এলাকায় মোটরসাইকেল ও ভ্যানকে ধাক্কা দিয়ে পাশের বিলে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তাদের মধ্যে বাসযাত্রী খালেক জানালা দিয়ে লাফ দিয়ে বাঁচার চেষ্টা করলে বাসের নিচে চাপা পড়েন। আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।