বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছাগল নিয়ে বিপাকে পু‌লিশ

  •    
  • ১ জুন, ২০২২ ০১:৪৯

ব‌রিশাল কোতোয়ালি মডেল থানার প‌রিদর্শক লোকমান হোসেন বলেন, ‘আদালত থেকে কোনো নির্দেশনা না দেয়ায় ছাগল‌টি থানায় রাখা হয়েছে। ছাগলের কোনো মা‌লিকও আসছে না। তাই এই ছাগল নিয়ে আমরা একটা ঝামেলার মধ্যে রয়েছি।’

ব‌রিশাল কোতোয়ালি মডেল থানা এলাকায় এক‌টি চোরাই ছাগলসহ দুই যুবককে আটক করা হয় ২০ এ‌প্রিল। দুই যুবককে পরদিন আদালত কারাগারে পাঠালেও ছাগল রয়ে যায় থানায়। এ নিয়ে বিপাকে আছে পু‌লিশ।

২০ এ‌প্রিল সন্ধ‌্যায় নগরীর ব্রজমোহন কলেজের সামনে তাল‌ভিটা দ্বিতীয় গ‌লির মু‌খ থেকে তান‌জিম ও না‌দিম নামে দুই যুবককে এক‌টি চোরাই ছাগলসহ আটক করে মহানগর গোয়েন্দা পু‌লিশ।

পরদিন গোয়েন্দা পু‌লিশের এসআই ফিরোজ আলম মামলা করে আটক দুজনকে আদালতে পাঠান। আর ছাগল‌টিকে রাখা হয় কোতোয়ালি মডেল থানার হেফাজতে।

থানার এক নারী পু‌লিশ সদস‌্য জানান, এক মাসের বে‌শি সময় ধরে থানা ভ‌বনের নিচতলায় অপ্রাপ্তবয়স্ক আসামিদের রাখার কক্ষের সামনে বেঁধে রাখা হয়েছে ছাগল‌টি। তাকে খাবারও দিতে হচ্ছে। আর ছাগলেরও মল-মূত্রের কারণে টেকা দায়।

ব‌রিশাল কোতোয়ালি মডেল থানার প‌রিদর্শক লোকমান হোসেন বলেন, ‘আদালত থেকে কোনো নির্দেশনা না দেয়ায় ছাগল‌টি থানায় রাখা হয়েছে।

‘ছাগলের কোনো মা‌লিকও আসছে না। তাই এই ছাগল নিয়ে আমরা একটা ঝামেলার মধ্যে আছি।’

এ বিভাগের আরো খবর