ময়মনসিংহে অপহরণের দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে ময়মনসিংহ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।
সংস্থাটির ময়মনসিংহের কার্যালয় থেকে মঙ্গলবার রাত ১০টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার বিকেল চারটার দিকে ঢাকার আশুলিয়ার কান্দাইল গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়েছে।
ওই কিশোরীর বাড়ি জামালপুর জেলায়। তবে পরিবারসহ থাকতেন ময়মনসিংহে।
মামলার বরাত দিয়ে পিবিআই ময়মনসিংহের উপপরিদর্শক (এসআই) পংকজ কুমার আচার্য জানান, প্রায় চার মাস আগে ওই কিশোরীর সঙ্গে পরিচয় হয় জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার সাইফুল ইসলামের ছেলে সুমন মিয়ার। এরপর থেকে ওই কিশোরী কলেজে যাওয়া আসার পথে সুমন মিয়া তাকে বিরক্ত করতেন ও প্রেমের প্রস্তাব দিতেন। বিষয়টি ওই কিশোরীর পরিবার জানতে পেরে সুমন মিয়াকে উত্যক্ত করতে নিষেধ করেন।
এ কারণে গত ২ এপ্রিল ওই কিশোরী কলেজে যাওয়ার পথে তাকে অপহরণ করেন সুমন।
এসআই আরও জানান, ঘটনার পরদিন কিশোরীকে উদ্ধার করতে আদালতে মামলা করেন পরিবার। মামলার তদন্তভার আসে পিবিআইয়ের কাছে। এরপর তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সাভার থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। তবে পাওয়া যায়নি ওই যুবককে।
বুধবার বিকেলে আদালতের নির্দেশে ওই কিশোরীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।