নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভ্যান চুরির অভিযোগে দুই যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।
উপজেলার বিশনন্দী ইউনিয়নের রামচন্দ্রী এলাকায় মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। রাত ৮টার দিকে ওই দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে আড়াইহাজার থানায়।
ওই দুই যুবক হলেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জামাইল গ্রামের মো. নাছির ও শরীয়তপুরের সখিপুর উপজেলার কদমতলী গ্রামের বিল্লাল হোসেন। তাদের বয়স যথাক্রমে ১৯ ও ২৮ বছর।
তারা নরসিংদীর মাধবদীতে ভাড়া বাসায় থাকেন। তারা পেশায় রাজমিস্ত্রি।
দুই যুবককে গাছে বেঁধে পেটানোর ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে।
ভিডিওতে দেখা গেছে, সাদা রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে মারধর করা হচ্ছে তাদের। নির্যাতনের শিকার এক যুবক মোবাইলে কথা বলছেন আর কাঁদছেন।
ফোনে কথা বলতে শোনা যায়, ‘আফা একজনের লগো এইখানে কামো আইছিলাম। কামো আইছি বাঁধে এই খানে একটা ভ্যান গাড়ি পাইয়া ওয় কইতাছে আয় ভ্যানগাড়ি নেই গা। আমি কইছি না নিতাম না। আমি যাইতাছিগা হাইট্টা। হে ভ্যান গাড়ি লইয়া যাইতাছে। তখন মানুষে ধইরা আমার হাত-পা ভাইঙ্গা আলছে। আফা আমার হাত-পা ভাইঙ্গা আলছে।’
ভিডিওর একটি অংশে দেখা যায়, দুই যুবককে রশি দিয়ে বেঁধে রাস্তা দিয়ে হেঁটে নিয়া যাওয়া হচ্ছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে সেখান থেকে দুই যুবককে থানায় নিয়ে আসে। পরে তাদের নামে ভ্যানচালক মনির ভূইয়া মামলা করেন।’
মামলায় বলা হয়, দুপুর ১২টার দিকে মনির ভূইয়ার বাড়ির পাশে মামা-ভাগিনা সাইজিং মিলের পাশে তার পুরাতন ভ্যানটি রেখে বাড়িতে যান। আধা ঘণ্টা মিলের সামনে গিয়ে দেখেন ভ্যানটি নেই।
এরপর তিনিসহ আরও কয়েকজন ভ্যানটি খোঁজাখুঁজি করেন। কিছুদূর সামনে গিয়ে দেখেন দুজন তার ভ্যানটি নিয়ে যাচ্ছেন ওই দুই যুবক। তখন মামলার বাদীসহ আরও কয়েকজন ওই যুবকদের হাতেনাতে আটক করে ভ্যান জব্দ করেন।
পরে ভ্যানসহ রামচন্দ্রী এলাকায় গিয়ে আড়াইহাজার থানায় সংবাদ দিলে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। তবে মামলার কোথাও দুই যুবককে নির্যাতনের বিষয়টি উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে কথা বলতে মনির ভূইয়ার মুঠোফোনে কল করা হলে একজন জানান, তিনি মনিরের ছোট ভাই। মনির ফোন চালান না।
ঘটনার বিষয়ে চানতে চাইলে তিনি বলেন, ‘ওই দুইজনকে পিটিয়েছে গ্রামবাসী। আমি ঘটনাস্থলে ছিলাম না।’
ছেলেকে নির্যাতনের খবর পেয়ে নাছিরের মা আয়েশা বেগম মাধবদী থেকে আসেন আড়াইহাজার থানায়। তিনি বলেন, ‘আমার ছেলেরে কামের কথা বইল্লা ঘর থ্যাইকা ডাইকা নিয়া আসছে বিল্লাল। বিকেলে ফোনে জানতে পারলাম ওরে মারতাছে। পরে এখানে আইসা দেখি পুলিশে থানায় নিয়া আসছে। থানায় আইসা দেখি আমার পোলার চুল কাটছে। অনেক মারছে।’
আড়াইহাজার থানার ওসি বলেন, ‘তাদের রশি দিয়ে বেঁধেছে স্থানীয় জনসাধারণ। পুলিশ গিয়ে তাদের থানায় এনেছে। যদি ওই দুই যুবকের পরিবার কারও বিরুদ্ধে অভিযোগ করেন তাহলে আমরা তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেব।’