ময়মনসিংহের মুক্তাগাছায় ইউনানি চিকিৎসক হয়ে এমবিবিএস চিকিৎসকের প্যাড ব্যবহার করে চিকিৎসা দিচ্ছিলেন মুস্তাক আহমেদ তালুকদার। এ কারণে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মঙ্গলবার বিকেলে অভিযান চালায় ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগ। অভিযানে এ কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুর।
ওই সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হাফিজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জারি কনসালটেন্ট মিঠুন কুমার বক্সি ও পুলিশ সদস্যরা ছিলেন।
আল মনসুর নিউজবাংলাকে বলেন, ‘মুস্তাক আহমেদ তালুকদার ইউনানি থেকে পড়াশোনা করেছেন। অথচ তিনি এমবিবিএস চিকিৎসকের সমমান লিখে প্যাড ব্যবহার করে পৌর শহরে অন্তর ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করে চিকিৎসা দিচ্ছিলেন। এ অপরাধে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।’
ইউএনও বলেন, ‘অনুমোদনহীন অন্তর ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসহ নিরাময় ও নাবহান নামে আরও দুটি ক্লিনিক সিলগালা করে দেয়া হয়েছে। অন্য ক্লিনিকগুলোতেও অভিযান চালানো হবে।’