এক পদ্মা সেতু দিয়ে হবে না, প্রয়োজন মেটাতে এমন আরও সেতু নির্মাণের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।
মঙ্গলবার দুপুরে পদ্মা সেতু পরিদর্শন শেষে মাদারীপুরের শিবচরে একটি অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান জানান।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘এক পদ্মা সেতু দিয়ে তো আর আমাদের হবে না। পদ্মা সেতুর মতো আমাদের আরও সেতু প্রয়োজন। সেই হিসাব করে রেমিট্যান্স আনতে আমাদের মন্ত্রণালয়ের কাজ আরও বাড়াতে চাই।’
শিবচরে নূর-ই আলম চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠানে মন্ত্রী প্রবাসী কল্যাণ ব্যাংকের শিবচর শাখা উদ্বোধন করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন সংসদে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। তিনি বলেন, ‘পদ্মা সেতু হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের অর্থনৈতিক মুক্তির সেতু।’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ও প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. আহমেদ মুনিরুছ সালেহীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহিদুল আলম, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হক, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান।