দিনাজপুর শহরে গবাদিপশুর খাদ্যের সঙ্গে ইউরিয়া এবং চিনিগুঁড়া চালে বাসমতি ফ্লেভারযুক্ত পাউডার মেশানোর দায়ে দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শহরের পুলহাটে মঙ্গলবার দুপুরে অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।
তিনি জানান, দুপুরে পুলহাট এলাকায় মেসার্স ফরহাদ ট্রেডার্সে অভিযান চালানো হয়। সেখানে চালের তুষ ও গবাদিপশুর ফিডে ইউরিয়া মিশিয়ে প্রক্রিয়াকরণ চলছিল।
প্রতিষ্ঠানের লাইসেন্স দেখতে চাওয়া হলে তারা দেখাতে পারেননি। এ সময় মিলের স্বত্বাধিকারী ফরহাদ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মমতাজ বেগম জানান, পরে একই এলাকার সুফলা রাইস মিলে অভিযানে যায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মিলে চিনিগুঁড়া চালের সঙ্গে অনুমোদনহীন বাসমতি ফ্লেভারযুক্ত পাউডার মিশিয়ে সুগন্ধি চাল বানানোর প্রক্রিয়া ও বিক্রি চলছিল।
এ সময় সুফলা রাইস মিলের মালিক মশিউর রহমানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে র্যাব সদস্যরা অংশ নেন।