রাজবাড়ীর গোয়ালন্দে মহাসড়কের পাশে কেটে রাখা গাছের গুঁড়ির চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
ঢাকা-খুলনা মহাসড়কে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রমজান মাতুব্বার পাড়ায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
১২ বছর বয়সী মৃত চুমকি আক্তারের বাড়ি মাতুব্বার পাড়া গ্রামে। সে নবু ওসিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা জানান, মহাসড়ক সম্প্রসারণের জন্য গাছ কেটে সড়কের পাশে স্তূপ করে রাখা ছিল। স্তূপের মধ্যে চিকন একটি ডালের কিছুটা বের হয়ে ছিল। চুমকি সেই ডাল টান দিলে সবগুলো গুঁড়ি তার ওপর পড়ে।
স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শাহ মো. শরীফ জানান, শিশুটি মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছিল। তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছিল। সে সময় তার মৃত্যু হয়।
ইউপি সদস্য আবুল হোসেন বলেন, ‘গাছ কাটা ও তা স্তূপ করে রাখার বিষয়ে কর্তৃপক্ষের আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল।’