বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রসূতির পেটে গজ রেখে সেলাই, তদন্তে কমিটি

  •    
  • ৩১ মে, ২০২২ ১৬:১৭

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘ঘটনাটি আমরা অবগত। যেটা ঘটেছে, সেটা দুঃখজনক। তদন্ত প্রতিবেদন পেলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসূতির পেটে গজ রেখে সেলাই করার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে মঙ্গলবার গঠিত এ কমিটিকে ।

হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিটির প্রধান করা হয়েছে সার্জারি বিভাগের প্রধান ও মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক নাজিমুল হককে। সদস্য হিসেবে রয়েছেন গাইনি বিভাগের প্রধান খুরশীদ জাহান ও হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মনিরুজ্জামান শাহীন।

ভুক্তভোগী নারী শারমিন আক্তার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাসিন্দা জিয়াউল হাসানের স্ত্রী।

জিয়াউল নিউজবাংলাকে জানান, সিজারের মাধ্যমে গত ১৬ এপ্রিল বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন শারমিন আক্তার। অস্ত্রোপচারের পর থেকে পেটে ব্যথা অনুভব করছিলেন তিনি। এ জন্য সার্জারি বিভাগে চিকিৎসাও দেয়া হয় তাকে। বাড়ি ফেরার কিছুদিন পর আবারও তার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। সম্প্রতি অস্ত্রোপচারের জায়গা থেকে পুঁজ বের হতে থাকে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, শারমিনের পেটের ভেতর গজ রয়ে গেছে। পরে ২২ মে পুনরায় অস্ত্রোপচার করে তা বের করেন হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান নাজিমুল হক।

নিউজবাংলাকে এ চিকিৎসক বলেন, ‘দীর্ঘদিন গজ থাকায় পেটের ভিতরে পচন ধরে নাড়ি ফুটো হয়ে গেছে শারমিনের। অস্ত্রোপচার করে সেগুলো ঠিক করে দেয়া হয়েছে।’

তবে চিকিৎসকের ভুলে স্ত্রীর এমন ভোগান্তিতে ক্ষোভ প্রকাশ করে জিয়াউল বলেন, ‘চিকিৎসকের কাছে আমরা আসি সুস্থ হওয়ার জন্য। সেই চিকিৎসকই আমার স্ত্রীকে অসুস্থ করে দিয়েছে।’ তবে কোন চিকিৎসক তার স্ত্রীর অস্ত্রোপচার করেছিলেন তা জানাতে পারেননি তিনি।

হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘ঘটনাটি আমরা অবগত। যেটা ঘটেছে, সেটা দুঃখজনক। তদন্ত প্রতিবেদন পেলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর