অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে দণ্ডিত পাঁচ ভারতীয় নাগরিক কুড়িগ্রাম জেলা কারাগারে সাজা ভোগ শেষে মুক্ত হয়েছেন। মঙ্গলবার তাদের দেশে ফেরত পাঠানোর কথা ছিল। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের গ্রহণ না করায় তা সম্ভব হয়নি।
কুড়িগ্রাম কারাগারের জেলার ইসমাঈল হোসেন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মুক্তি পাওয়া ভারতীয়রা হলেন, ভারতের আসাম রাজ্যের এসএস মাইনকারচর ধুবরী জেলার সিংগীমারী থানার পুরান কানাইমারা গ্রামের বাসিন্দা সেলিম মিয়া, একই এলাকার আখের জামান, শাহ আলম, নূরুজ্জামান ও কুচবিহার জেলার দিনহাটা থানার সাদিয়ালের কুটি গ্রামের আলম মিয়া।
জেলার ইসমাঈল বলেন, ‘মঙ্গলবার সকালে মুক্তি পাওয়া ভারতীয় নাগরিকদের বুড়িমারী চেকপোস্টে নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদের গ্রহণ করেনি বিএসএফ। পরে তাদেরকে ফেরত আনা হয়।
‘এখন তাদের কারাগারেই রাখা হবে। বিএসএফ তাদের প্রয়োজনীয় কাগজপত্র পেলে ভারতীয়দের ফেরত নেবে।’
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এসএম আব্রাহাম লিংকন নিউজবাংলাকে বলেন, ‘বিএসএফের কাছে রিপেট্রিয়েশনের কোনও কাগজ বা মেসেজ না থাকায় তারা নাগরিকদের গ্রহণ করেনি। ফলে আসামিদের আবার জেলখানায় ফিরতে হচ্ছে।
‘এটি কষ্টের বিষয়। আমরা আশা করব, ভারতীয় কর্তৃপক্ষ দ্রুত তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে মানবাধিকার সুরক্ষায় সহায় হবেন।’