বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কাঁচামাল ব্যবসায়ীকে ‘কুপিয়ে হত্যা’

  •    
  • ৩১ মে, ২০২২ ১১:২২

লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

নড়াইলের লোহাগড়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে কাঁচামাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

তেলকাড়া গ্রামে সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

৫৫ বছরের নিজাম শেখের বাড়ি একই গ্রামে। তিনি বড়দিয়া বাজারের কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।

নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, ‘নিজাম শেখের শরীরের বিভিন্নস্থানে বেশ কয়েকটি কোপের চিহ্ন রয়েছে।’

নিজাম শেখের পরিবার ও স্থানীয়দের বরাতে ওসি জানান, গ্রামে আধিপত্য বিস্তারসহ গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘটিত হত্যাকাণ্ডের জেরে তেলকাড়া গ্রামের ইমরুল কায়েস গ্রুপের সঙ্গে নিজাম গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে প্রতিপক্ষের লোকজন নিজামকে কুপিয়ে হত্যা করে থাকতে পারেন।

ঘটনার দিন রাতে নিজাম তেলকাড়ার মুজিবরের দোকান থেকে চা পান করে বাড়ি ফেরার পথে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।

ওসি শেখ আবু হেনা মিলন নিউজবাংলাকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

এ বিভাগের আরো খবর