বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাংবাদিকদের অভয় দিলেন ছাত্রলীগের জয়

  •    
  • ৩০ মে, ২০২২ ২২:১১

জয় বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের নিজের মত কাজ করবে, সাংবাদিকরা তাদের কাজ করবেন। এক্ষেত্রে অতি উৎসাহী হয়ে সাংবাদিকদের সাথে বিরূপ আচরণের কোনো সুযোগ নেই।’

এক দিন আগেও সাংবাদিকদের প্রতি ক্ষোভ জানান ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়। এবার তিনি সাংবাদিকদের অভয় দিয়ে বলেছেন, অতি উৎসাহী হয়ে দলের কোনো নেতাকর্মী সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্খিত কিছু ঘটালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ছাত্রলীগ।

এ বিষয়ে সারা দেশের ছাত্রলীগের সব ইউনিটের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হবে বলেও জানান তিনি।

সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়েল সাংবাদিক সমিতির কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এমন এই প্রতিশ্রুতি দেন সরকার দলীয় দলের ছাত্র সংগঠনের প্রধান।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে ছাত্রলীগের হাতে একজন সাংবাদিক হামলার শিকার হন।

গতকাল রোববার ছাত্রলীগ আয়োজিত এক মানববন্ধনে সংবাদকর্মীরা ছাত্রদলের পক্ষে খবর প্রকাশ করছে অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন ছাত্রলীগ সভাপতি।

এই পরিস্থিতিতে আলোচনার জন্য ছাত্রলীগ সভাপতি এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে সমিতির কার্যালয়ে আমন্ত্রণ জানান সংবাদকর্মীরা।

সমিতির কার্যালয়ে জয় বলেন, ‘সাংবাদিকরা অক্লান্ত পরিশ্রম করে তাদের পেশাগত দায়িত্ব পালন করেন। ছাত্রলীগ অবশ্যই সাংবাদিকদের সহযোগিতা করবে, আমরা সাংবাদিকদের থেকেও সহযোগিতা প্রত্যাশা করি। আমরা একে অপরের শত্রু নই।

‘আমরা কথা দিচ্ছি, ছাত্রলীগের কেউ যদি ব্যক্তিগতভাবে অতি উৎসাহী হয়ে সংবাদকর্মীদের সঙ্গে কোন রকম অনাকাঙ্খিত ঘটনা ঘটায়, তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।’

তিনি বলেন, ‘কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটুক, এটা আমরা কেউই চাই না। আমরা এখানে সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ভাই-ভাই।’

সাংবাদিকদের সাথে ভালো আচরণের জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হবে জানিয়ে জয় বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের নিজের মত কাজ করবে, সাংবাদিকরা তাদের কাজ করবেন। এক্ষেত্রে অতি উৎসাহী হয়ে সাংবাদিকদের সাথে বিরূপ আচরণের কোনো সুযোগ নেই।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের প্রতিটি ক্যাম্পাসে যেন শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকে। এ বিষয়ে আমরা সকলের সহযোগিতা চাই। এক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। আমরা তাদের সহযোগিতাও প্রত্যাশা করি।’

এ সময় অন্যদের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি রাকিব হোসেন ও সৈয়দ আরিফ হোসেন সাংবাদিক সমিতিতে উপস্থিত ছিলেন।

ছাত্রলীগ সভাপতির প্রতিশ্রুতির বিষয়ে সমিতির সভপতি মানুন তুষার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। সম্প্রতি বিভিন্ন ক্যাম্পাসে পেশাগত দায়িত্বপালনকালে সংবাদকর্মীরা হামলার শিকার হচ্ছেন। আমরা এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন।’

তিনি বলেন, ‘আমরা আশা করি, ছাত্রলীগ সভাপতি যে নির্দেশনা দিয়েছেন সেটি ছাত্রলীগের নেতাকর্মীরা মেনে চলবেন এবং এই নির্দেশনা অমান্য করে কেউ সংবাদকর্মীদের সাথে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটালে সভাপতি তার দেয়া প্রতিশ্রুতি পালন করবেন।’

এ সময় সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল, যুগ্ম-সাধারণ সম্পাদক আসিফ হাওলাদার, অর্থ সম্পাদক মাহাদী হাসানসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর