বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ইভিএম না হলে ভোট আমি মেরে দিতাম’

  •    
  • ৩০ মে, ২০২২ ২০:৩৩

ফেসবুকে ছড়িয়ে পড়া ৪০ সেকেন্ডের ওই ভিডিওতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মজিবুল বলেন, ‘রিকশা করে পারেন, যেভাবে পারেন ভোটটা দেওয়ার ব্যবস্থা করেন। কারণ, ইভিএমের ভোট। ইভিএম না হলে আমি কাউকে খুঁজতাম না, ভোট আমি মেরে দিতাম। যেভাবে পারি ভোটটা মেরে দিতাম। কথা বুঝেননি?’

‘ইভিএম না হলে ভোট আমি মেরে দিতাম’ সমাবেশে এমন বক্তব্য দিয়েছেন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থী।

চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউপি নির্বাচনের প্রচার সভায় আওয়ামী লীগ নেতা মুজিবুল হক চৌধুরীর এই বক্তব্যের ভিডিও এরই মধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এই ঘটনায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে তাকে শোকজ করেছেন নির্বাচন কর্মকর্তা।

মুজিবুল হক চৌধুরী চাম্বল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

রোববার রাতে ফেসবুকে তার বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। মুজিবুলের দাবি ভিডিওটি এডিট করা।

শনিবার ওই ইউনিয়নের বাংলাবাজার এলাকায় নির্বাচনি প্রচারণায় বক্তব্য দিয়েছিলেন তিনি। সেখান থেকে তার বক্তব্য ভিডিও করা হয়।

ফেসবুকে ছড়িয়ে পড়া ৪০ সেকেন্ডের ওই ভিডিওতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মজিবুল বলেন, ‘রিকশা করে পারেন, যেভাবে পারেন ভোটটা দেওয়ার ব্যবস্থা করেন। কারণ, ইভিএমের ভোট। ইভিএম না হলে আমি কাউকে খুঁজতাম না, ভোট আমি মেরে দিতাম। যেভাবে পারি ভোটটা মেরে দিতাম। কথা বুঝেননি?’

‘ইভিএম যে, তাই আইডি কার্ডটা ঢুকিয়ে দিলেও হয় না। এটা হলে আমি রাতেই নিয়ে ফেলতাম। আপনাদের একটু কষ্ট করে এটা নিয়ে যেতে হবে। গিয়ে মেশিনে ফিঙ্গার দিতে হবে৷ কথা বুঝেননি?’

এসব বিষয়ে অভ্যস্ত বোঝাতে তিনি বলেন, ‘আমি প্লেয়ার ওইটা, একবারে বিশ হাজার নিয়ে নিই যে সেটা। সরকারে ইভিএম করছে, কী করবো। একটু কষ্ট করে গিয়ে আঙুলে চাপ দিয়ে ভোট দিতে হবে। চাপ দিতে না জানলে চাপ দেওয়ার জন্য সেখানে আমি মানুষ রাখব। তো আমাকে একটু দোয়া করবেন সকলে।’

এর আগে বুধবার ফেসবুকে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায়, অন্য প্রার্থী এজেন্ট দিলে গলা চিপে হত্যা করার হুমকি দেন তিনি।

এই বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়সাল আলম বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। বিষয়টি লিখিতভাবে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও জানানো হয়েছে।’

তবে দুটি ভিডিওই সম্পূর্ণ এডিট করা বলে দাবি করেন চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী। তিনি নিউজবাংলাকে বলেন, ‘আমি রানিং চেয়ারম্যান। একজন চেয়ারম্যান প্রকাশ্যে এমন কথা বলতে পারে? সেই সুযোগ আছে? এটা সম্পূর্ণ অবান্তর।’

এ বিভাগের আরো খবর