ঝিনাইদহের শৈলকুপায় গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে বর্তমান চেয়ারম্যানের কর্মী-সমর্থকদের বাড়ি ভাঙচুর-লুটপাটের অভিযোগ উঠেছে।
শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের বুড়ামারা গ্রামে রোববার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গত ১০ ফেব্রুয়ারি শৈলকুপার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মফিজ উদ্দিন বিশ্বাস। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন। নির্বাচনের পর থেকেই মফিজ ও ফারুকের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল।
মফিজের সমর্থক তোজাম জোয়ার্দার নিউজবাংলাকে বলেন, ‘রোববার রাত সাড়ে ৮টার দিকে ফারুক হোসেনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। রাত ১২টা পর্যন্ত দুই শতাধিক লোক ভাঙচুর করে। তারা আসবাব, টাকা, স্বর্ণালংকার ও চাল লুট করে নিয়ে গেছে।’
এ ঘটনার পর অনেকেই বাড়ি ছেড়ে অন্য এলাকায় চলে যাচ্ছেন।
আনোয়ারা বেগম বলেন, ‘নৌকায় ভোট দিয়েছিলাম বলে আমাদের বাড়ির পুরুষরা আজ বাড়িছাড়া। বাড়িতে আমরা কয়েকজন মেয়েমানুষ ছিলাম। রাতে তারা এসে আমাদের বাড়িঘর ভেঙে সবকিছু লুট করে নিয়ে গেছে। যা পড়ে আছে তাই নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি।’
ইউপি চেয়ারম্যান মফিজ বলেন, ‘ফারুক হোসেনের এলাকায় আমার কিছু সমর্থক আছে। তারা আমাকে ভোট দিয়েছে। এ কারণে তাদের ওপর অত্যাচার করা হচ্ছে। বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। আমি এই হামলা-ভাঙচুরের বিচার দাবি করছি।’
এ বিষয়ে যোগাযোগের জন্য ফারুককে কল দেয়া হলে তার নম্বর বন্ধ পাওয়া যায়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘রাতে একটি ঘটনা ঘটেছে। আমরা সেখানে গিয়েছিলাম। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’