রাজধানীর পল্লবীতে মেট্রোরেলের স্টেশন থেকে ইট পড়ে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।
মেট্রোরেলের ৫ নম্বর স্টেশনের নিচে সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওই দোকান কর্মচারীর নাম সোহেল তালুকদার। তিনি মিরপুর ১০ নম্বরের শাহ আলী শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় সিরাজ জুয়েলার্সে কাজ করতেন।
সোহেলের বাসা মিরপুর ১১ নম্বর সেকশনের ডি ব্লকের ৯ নম্বর রোডে। তার গ্রামের বাড়ি বগুড়ায়।
ময়নাতদন্তের জন্য সোহেলের মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, মেট্রোরেলের স্টেশনে কাজ চলাকালে ওপর থেকে ইট পড়ে সোহেল গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে জানান।