১৯ বছর পর হচ্ছে চট্টগ্রাম মহানগর যুবলীগের সম্মেলন। নগরীর পাঁচলাইশের কিং অফ চিটাগাং প্রাঙ্গণে সোমবার বেলা ১১টা থেকে শুরু হয়েছে এই সম্মেলন।
সম্মেলন উপলক্ষে ভোর ৬টা থেকে বন্ধ করে দেয়া হয়েছে প্রবর্তক মোড় থেকে পাঁচলাইশ থানা পর্যন্ত সড়ক।
শহরের এই প্রধান সড়ক ছাড়া আশপাশের আবাসিক এলাকার গেটগুলোও বন্ধ করে দেয়া হয়েছে। সুগন্ধা আবাসিক এলাকার ভেতরের সড়কগুলোতেও বাঁশের প্রতিবন্ধকতা দেয়া হয়েছে।
এতে স্থানীয়দের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন এই সড়কের পাশের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে আসা ব্যক্তিরা। কারণ প্রবর্তক মোড় থেকে পাঁচলাইশ থানা পর্যন্ত ২০টিরও বেশি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার আছে।
প্রতিদিন এসব প্রতিষ্ঠানে দূর-দূরান্ত থেকে শত শত রোগী চিকিৎসা নিতে আসেন। যান চলাচল বন্ধ থাকায় সকাল থেকে তাদের হেঁটে আসতে হচ্ছে।
- আরও পড়ুন: ৯০ দিনের কথা বলে ৯ বছর পর সম্মেলন
নগরীর মির্জাপুল একুশে হাসপাতাল থেকে রোগী নিয়ে এসেছেন প্রান্ত চন্দ্র দাশ নামের এক যুবক।
তিনি বলেন, ‘প্রবর্তক মোড়ে পুলিশ ব্যারিকেডেই গাড়ি থেকে নেমে যেতে হয়েছে। এমন ভোগান্তি জানলে এখানে পরীক্ষা করাতে আসতাম না। এখন চিন্তায় আছি বাসায় ফিরব কীভাবে। একে তো গাড়ি নেই, তার ওপর আশপাশের সব সড়কে যানজট।’
মাহফুজুল ইসলাম নামের এক যুবক আকবর শাহ থেকে শেভরন ডায়াগনস্টিক সেন্টারে এসেছেন তার বাবার শারীরিক পরীক্ষার জন্য। পরীক্ষা শেষে হেঁটে প্রবর্তক যাওয়ার সময় কথা হয় তার সঙ্গে।
মাহফুজুল বলেন, ‘রাজনৈতিক প্রোগ্রামের কারণে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। একটা রিকশাও পাচ্ছি না যে বাবাকে নিয়ে মোড় পর্যন্ত যাব। মূল সড়কেও যানজট।’
পাঁচলাইশ-প্রবর্তক সড়ক বন্ধ করে দেয়ায় যানবাহনের চাপ বেড়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজসংলগ্ন কে বি ফজলুল কাদের সড়ক, প্রবর্তক-২ নম্বর গেট সড়ক, গোলপাহাড় ও জিইসি মোড়ের সড়কগুলোতে।
সাপ্তাহিক কর্মদিবসে যানজটে স্থবির হয়ে পড়েছে যান চলাচল।
ভোগান্তির বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার নিউজবাংলাকে বলেন, ‘সম্মেলন উপলক্ষে সড়কটি বন্ধ রয়েছে। সব ধরনের যান চলাচল বন্ধ থাকলেও রোগীদের গাড়ি ঢুকতে দেয়া হচ্ছে। চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র দেখালেই হবে। বিকেল সাড়ে ৩টার পর সড়কটি খুলে দেয়া হবে।’