বাগেরহাটের রামপালে দাউদখালী নদীতে পড়ে দুই শিশু নিখোঁজ হয়েছে।
উপজেলার পার গোবিন্দপুর আশ্রয়ণ প্রকল্পের সামনে রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শিশুদের সন্ধানে সেখানে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
নিখোঁজ শিশুরা হলো আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ওমর আলীর ছেলে ৮ বছরের আহাদ আলী ও মো. বিল্লালের মেয়ে ৫ বছরের জান্নাত। তারা খালাতো ভাই-বোন।
ফয়লা পুলিশ ফাঁড়ির পরিদর্শক কবির হোসেন এসব নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউপি সদস্য আজাহার হোসেন টুকু জানান, ওই শিশুরা নদীর পাড়ে খেলছিল। সে সময় জান্নাত নদীতে পড়ে যায়। তাকে ধরতে গিয়ে পড়ে যায় আহাদ।
পুলিশ পরিদর্শক কবির জানান, শিশুদের খুঁজতে পুলিশের সঙ্গে বাগেরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে কোস্টগার্ডও।