বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাড়িতে থাকার ইচ্ছে পূরণ হলো না নজরুলের

  •    
  • ২৯ মে, ২০২২ ২০:১৭

‘আমরা সকাল ১০টার দিকে খবর পাই অ্যাকসিডেন্ট হইছে। পরে হাসপাতালে (উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে) এসে দেখি মামা-মামির লাশ।’

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাঁশকুড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম আকন। ইচ্ছে ছিল বাড়িতে ফিরে স্থায়ীভাবে বাস করবেন।

সেই উদ্দেশ্যেই ঢাকার সাভার থেকে বাড়ি ফিরছেন। ইচ্ছে পূরণের আগেই দুর্ঘটনা কেড়ে নিল প্রাণ।

রোববার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের বামরাইলে যমুনা লাইন বাসে দুর্ঘটনায় নিহতদের একজন তিনি।

রোববার দুপুরে এসব কথা বলেন নজরুলের ভাগনে নুরুল ইসলাম। তিনি বলেন, ‘সাভারের নবীনগরে মুদি দোকান ছিল আমার মামার। ব‌্যবসা বিক্রি করে বাড়িতে ফিরছিলেন স্থায়ী বসবাসের জন‌্য। সঙ্গে ছিলেন তার ছোট ভাই সা‌কিব আকনের স্ত্রী তাজনাহার বেগম।

‘আমরা সকাল ১০টার দিকে খবর পাই অ্যাকসিডেন্ট হইছে। পরে হাসপাতালে (উজিরপুর উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে) এসে দেখি মামা-মামির লাশ।’

নুরুল বলেন, ‘মামার সঙ্গে ১ লাখ ৯০ হাজার টাকা ছিল। আর মামির সঙ্গে স্বর্ণালংকার ছিল কিছু। তবে কিছুই পাচ্ছি না। মানুষই মারা গেছে, ওগুলো দিয়ে আর কী করবে।’

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন বলেন, ‘উদ্ধার অভিযান পরিচালনা করা ফায়ার সার্ভিস আমাদের কাছে শুধু একটা মানিব‌্যাগ দিয়েছে। সেটার মধ্যে এক হাজার টাকা আছে। উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যেতে পারবে। এ ছাড়া এখনও দুই লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। তাদের পরিবারেরও কেউ আসেনি।

‘আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর কেউ না এলে লাশ দুটি বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠাব। বাকি লাশগুলো হস্তান্তরের কাজ চলছে উজিরপুর উপজেল‌া স্বাস্থ‌্য কমপ্লেক্স থেকে।’

কীভাবে ঘটে দুর্ঘটনা

এর আগে রোববার ভোরে বরিশাল-ঢাকা মহাসড়কে উজিরপুর উপজেলার বামরাইলে বাস দুর্ঘটনায় ১০ জন নিহত হন।

উজিরপুর থানার ওসি আলী আরশাদ জানান, যমুনা পরিবহনের একটি বাস ঢাকা থেকে পিরোজপুরের ভাণ্ডারিয়ার দিকে যাচ্ছিল। বরিশালের বামরাইলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।

এতে ঘটনাস্থলেই শিশুসহ নয়জন মারা যান। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খানকে প্রধান করে তিন সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন।

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা, চালক ঘুমিয়ে পড়ায় বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়।

এ বিভাগের আরো খবর