বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আ.লীগের বিক্ষোভ মিছিলে বিএনপির ‘হামলা’

  •    
  • ২৯ মে, ২০২২ ১৭:২০

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এই ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।’  

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বগুড়ার গাবতলীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে বিএনপির হামলা চালানোর অভিযোগ উঠেছে।

এ নিয়ে উপজেলায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা মডেল থানার সামনে রোববার দুপুর ১২টার দিকে এসব ঘটনা ঘটে।

এতে বিএনপির ৫ সমর্থক ও আওয়ামী লীগের ৩ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ছিলিমপুর পুলিশ ফাঁড়ির এসআই শাহরিয়ার ইসলাম।

আহতরা হলেন, গাবতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, উপজেলা ছাত্রদলের সভাপতি এম আর হাসান, দুর্গাহাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম ও সমর্থক আলামিন।

এর মধ্যে এম আর হাসান ছাড়া বাকিরা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ ছাড়াও হাসপাতালে ভর্তি আওয়ামী লীগের তিন কর্মী হলেন, সুজন মোল্লা, মামুনুর রশিদ ও আছমা বেগম।

তবে ক্ষমতাসীন দলের দাবি, তাদের বিক্ষোভ মিছিলে বিএনপি অতর্কিত হামলা চালিয়েছে। হামলায় আওয়ামী লীগের অন্তত ৭ নেতাকর্মী আহত হয়েছেন।

সংঘর্ষের বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ।

স্থানীয় কয়েকজন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার প্রতিবাদে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করে। এ সময় বিএনপি সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। উভয় পক্ষই ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

এ সময় দোকানপাট, ব্যবসা-প্রতিষ্ঠান ও বিএনপি অফিস ভাঙচুর ও পুড়িয়ে দেয়া হয়। সংঘর্ষে ককটেল, গুলি, রেললাইনের পাথরও ছোড়া হয়।

গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু জানান, গত শুক্রবার উপজেলা বিএনপির সম্মেলনে নেত্রী সুরাইয়া জেরিন রনি তার বক্তব্যে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন। এর প্রতিবাদে রোববার দুপুরে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করে।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় প্রতিবাদ মিছিল করেছে গাবতলী উপজেলা আওয়ামী লীগ। ছবি: নিউজবাংলা

তিনি বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি মিল্টনের বাড়ি থেকে বের হয়ে সন্ত্রাসীরা হামলা চালায়। ৩০ থেকে ৪০ জনের হামলায় আমাদের অন্তত ৭ নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে দুজনের মাথায় গুরুতর আঘাত লাগায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এই বিষয়ে জানতে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।

তবে গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন বলেন, ‘উপজেলা আওয়ামী লীগশনিবার থেকেই শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এই দুদিনআমাদের কোনো কর্মসূচিই নেই। এ কারণে থানা মোড় এলাকায় আমাদের কোনোনেতাকর্মী ছিলেন না।

‘রোববারে আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত বিক্ষোভ মিছিল ওসমাবেশ ছিল। বিক্ষোভ-সমাবেশ চলাকালীন সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলাবিএনপির সভাপতি মোরশেদ মিল্টনের বাড়িতে হামলা চালায়। এভাবেই সংঘর্ষেরসূত্রপাত।’

গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টনের বাড়িতে হামলা চালানো হয়। ছবি: নিউজবাংলা

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালানোর পর আমাদের লোকজন যখন একত্রহচ্ছিল ওই সময় পুলিশ গুলিবর্ষণ করে। এর পর তাদের ছত্রভঙ্গ হয়।’

পুলিশ কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, ‘ঘটনাস্থলে থানা পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এই ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এদিকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে বিএনপির বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক সুরাইয়া জেরিন রনির বক্তব্য দেয়ার ঘটনায় গাবতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি শনিবার রাতে জিডি করেন।

এতে বলা হয়, ২৭ মে গাবতলী উপজেলা বিএনপির সম্মেলন থেকে সুরাইয়া জেরিন প্রধানমন্ত্রীকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এটি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।

এ বিভাগের আরো খবর