গোপালগঞ্জের কাশিয়ানীতে বন্ধুর ছুরিকাঘাতে শাহিনুর রহমান শেখ নামে এক কলেজছাত্র খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
উপজেলার মাজড়া এম ইউ ফাজিল মাদ্রাসা এলাকায় রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
শাহিনুর উপজেলার মহেশপুর ইউনিয়নের কাগদী গ্রামের শাহজাহান শেখের ছেলে। তিনি কাশিয়ানী এম এ খালেক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান।
শাহিনুরের আরেক বন্ধু তাজুল ইসলাম জানান, শাহিনুরকে কে বা কারা মারধর করবে বলে ফোনে হুমকি দেয়। তারা শাহিনুরকে ঘটনাস্থলে যেতে বলে। এ তথ্য শোনার পর তিনি (তাজুল) ঘটনাস্থলে যান। কিন্তু সে পৌঁছানোর আগেই পাশের মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ও হিরন্যকান্দি গ্রামের ইকলাসুর রহমানের ছেলে ১৭ বছরের নাজিম (শাহিনুরের এলাকার বন্ধু) শাহিনুরের বুকে ও ডান হাতে ছুরি ঢুকিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি শাহিনুরকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাশিয়ানী হাসপাতালের মেডিক্যাল অফিসার খাদিজা শাহিন বলেন, ‘শাহিনুরের বুকে ও ডান হাতে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।’
ওসি মাসুদ রায়হান বলেন, ‘কলেজছাত্রকে খুনের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করছি, প্রেমঘটিত কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। তদন্ত করলে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’