সৈয়দপুর রেলওয়ে থানার ওসি শাফিউর রহমান জানান, চিলাহাটি থেকে খুলনাগামী মেইল ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সৈয়দপুর শহরের গোলাহাট এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ২৫ বছরের ওই যুবকের নাম ইমাম হাসিম। তার বাড়ি সৈয়দপুর শহরের কয়া গোলাহাট এলাকায়। তিনি বাদাম বিক্রেতা ছিলেন।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউর রহমান এসব তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, চিলাহাটি থেকে খুলনাগামী মেইল ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।