বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

একটি পক্ষ দেশকে শ্রীলঙ্কা বানাতে চায়: পরশ

  •    
  • ২৯ মে, ২০২২ ১৩:৩০

যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘একটি পক্ষ বাংলাদেশকে তালেবান রাষ্ট্র বানাতে চায়, অন্য পক্ষ শ্রীলঙ্কা বানাতে চায়, কিন্তু শেখ হাসিনার সরকার যতদিন থাকবে, ততদিন তাদের এ স্বপ্ন বাস্তবায়িত হবে না।’

একটি পক্ষ বাংলাদেশকে শ্রীলঙ্কার মতো বানাতে চায় মন্তব্য করে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, শেখ হাসিনার সরকার এটা হতে দেবে না।

চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে শনিবার দক্ষিণ জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিদেশি মুদ্রার তীব্র সংকট ও ক্রমবর্ধমান মূল্যস্ফীতিতে শ্রীলঙ্কায় ওষুধ, জ্বালানি ও প্রয়োজনীয় অন্যান্য সামগ্রীর সংকট চরমে। দেশটি এরই মধ্যে ঋণখেলাপি হয়ে গেছে।

অনেক অর্থনীতিবিদ ও বিশ্লেষক মনে করেন, অবকাঠামোসহ বিভিন্ন প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে শ্রীলঙ্কার এমন অবস্থা হয়েছে। শ্রীলঙ্কার নজিরকে সামনে এনে কেউ কেউ বাংলাদেশের পরিণতিও একই হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন।

বক্তব্যে সে প্রসঙ্গ টেনে যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘আজ স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়িত হয়েছে। এটা নিয়েও ষড়যন্ত্র হয়েছে। বিএনপি-জামায়াত এ উন্নয়নের সাথে একাত্মতা প্রকাশ করতে পারছে না। সমালোচনা যেকোনো কাজে প্রযোজ্য, তবে সমালোচনার রাজনৈতিক গুরুত্ব নেই। অথচ বিএনপি সমালোচনার মধ্যেই পড়ে আছে।

‘তাদের মধ্যে ভালোবাসা, মমতা, সহানুভূতি নেই। শুধু আওয়ামী বিরোধী কথা বলে রাজনীতি হয় না, বাস্তবতায় ফিরে আসেন। শেখ হাসিনা সৎ ও আদর্শ নেতৃত্বের মধ্য দিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন। যতদিন শেখ হাসিনা নেতৃত্বে আছেন, ততদিন বাংলাদেশ তালেবান বা শ্রীলঙ্কা হবে না।’

যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘একটি পক্ষ বাংলাদেশকে তালেবান রাষ্ট্র বানাতে চায়, অন্য পক্ষ শ্রীলঙ্কা বানাতে চায়, কিন্তু শেখ হাসিনার সরকার যতদিন থাকবে, ততদিন তাদের এ স্বপ্ন বাস্তবায়িত হবে না।’

তিনি বলেন, ‘জনগণের ভালো লাগা ও গর্বের জায়গা পদ্মা সেতু নিয়ে বিএনপি-জামায়াত একাত্মতা পোষণ করতে পারছে না। পদ্মা সেতু আজ তৈরি করা হয়েছে। ঋণ নিয়ে নয়, নিজ অর্থে এই সেতু করা হয়েছে।

‘এখন বিএনপি বলছে সেতু নির্মাণে টাকা বেশি খরচ হয়েছে। যুবলীগ যদি প্রধানমন্ত্রীর উন্নয়নের গল্প নিয়ে সাধারণ মানুষের কাছে যায়, তাহলে বিএনপি-জামায়াতের অস্তিত্ব থাকবে না।’

বাংলাদেশের উন্নয়ন নিয়ে পরশ বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে। নেতৃত্ব ও উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী যুবলীগকে মাঠে ও মানুষের পাশে থাকতে হবে।’

ওই সময় তিনি বলেন, আগামী নির্বাচনে নৌকার প্রার্থীদের জয়ী করতে যুবলীগ কাজ করে যাবে।

এ বিভাগের আরো খবর