কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান, লংগদু উপজেলা থেকে ইঞ্জিনচালিত নৌকায় আটজন রাঙ্গামাটি আসছিলেন। রিজার্ভ বাজার থেকে এক কিলোমিটার দূরে নৌকাটি ডুবে যায়। বাকিরা সাঁতরে পারে উঠলেও একজন নিখোঁজ হন।
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত নৌকা ডুবে এক আড়তদার নিখোঁজ হয়েছেন।
রিজার্ভ বাজার থেকে এক কিলোমিটার দূরে শনিবার রাত সাড়ে ৮টার দিকে ট্রলারটি ডুবে যায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লংগদু উপজেলা থেকে ইঞ্জিনচালিত নৌকায় আটজন রাঙ্গামাটি আসছিলেন। রিজার্ভ বাজার থেকে এক কিলোমিটার দূরে নৌকাটি ডুবে যায়। বাকিরা সাঁতরে পারে উঠলেও একজন নিখোঁজ হন। নিখোঁজ আড়তদারের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় রাতে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালালেও ওই ব্যক্তিকে উদ্ধার করা যায়নি।