সাতক্ষীরায় মাটি কাটার কাজ চলার সময় বজ্রপাতে মাছের ঘেরের মালিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চারজন।
সদর উপজেলার লাবসা ইউনিয়নের খেজুরডাঙ্গা গ্রামে রোববার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
৪০ বছর বয়সী মৃত ফারুক হোসেনের বাড়ি খেজুরডাঙ্গা গ্রামে।
লাবসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল আলিম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাছের ঘেরে মাটি কাটার সময় বজ্রপাতে একজনের মৃত্যু ও চারজন আহত হয়েছেন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন খেজুরডাঙ্গা গ্রামের ইরশাদ আলী, মহিদুল মজিদ ও জাহাঙ্গীর হোসেন এবং এক্সকাভেটর চালক ঢাকার হুমায়ুন কবির।
চিকিৎসাধীন মজিদ বলেন, ‘খেজুরডাঙ্গা বিলে আমাদের মাছের ঘেরে এক্সকাভেটর মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছিল। আমরা পাশে দাঁড়িয়ে ছিলাম। এমন সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। আমরা নিরাপদ জায়গায় যাওয়ার আগেই বজ্রপাতে ফারুকের মৃত্যু হয়। বাকিরা আহত হই।’
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, বজ্রপাতে হতাহতের বিষয়টি তিনি শুনেছেন।