বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্যস্ত সড়কে উল্টে গেল প্রাইভেট কার

  •    
  • ২৯ মে, ২০২২ ০০:২৫

ব‌রিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রা‌ফিক বিভাগের অ‌তি‌রিক্ত উপক‌মিশনার শেখ মোহাম্মদ সে‌লিম বলেন, ‘দুর্ঘটনার কারণে কিছু সময় ওই লেনে যান চলাচল বন্ধ ছিল।’

ব‌রিশাল নগরীর ব‌্যস্ততম এক‌টি সড়কে প্রাইভেট কার উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়‌নি।

শ‌নিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর ফজলুল হক অ্যাভিনিউ এলাকায় জেলা জজ কোর্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত‌্যক্ষদর্শী নূরুল আ‌মিন বলেন, ‘লঞ্চঘাটের দিক থেকে নীল রঙের প্রাইভেট কারটি দ্রুতগতিতে কাকলীর মোড়ের দিকে যা‌চ্ছিল। এ সময় ফজলুল জজ কোর্টের সামনে স্পিড ব্রেকার পার হওয়ার সময় ব্রেক ফেল করে উল্টে যায় গা‌ড়ি‌টি।’

তিনি জানান, দুর্ঘটনার সময় প্রাইভেট কারটিতে চালক ছাড়া কেউ ছিলেন না। পরে গাড়ির মা‌লিক ঝালকা‌ঠি জেলা সমাজসেবা প্রবেশন কর্মকর্তা সা‌দিয়া আয়েশা ঘটনাস্থলে আসেন। তবে দুর্ঘটনাকবলিত ওই গাড়িটি আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।

দুর্ঘটনার বিষয়ে প্রাইভেট কারটির চালক মো. সাগর বলেন, কিভাবে গাড়ি উল্টে গেল বুঝতে পারছি না।

ব‌রিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রা‌ফিক বিভাগের অ‌তি‌রিক্ত উপক‌মিশনার শেখ মোহাম্মদ সে‌লিম বলেন, ‘দুর্ঘটনার কারণে কিছু সময় ওই লেনে যান চলাচল বন্ধ ছিল। উল্টে যাওয়া প্রাইভেট কারটি আটক করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর