দীর্ঘদিন পর আবারও চালু হচ্ছে খুলনা-কলকাতা রুটে ট্রেন বন্ধন এক্সপ্রেস।
কলকাতা থেকে ট্রেনটি ছেড়ে আসবে রোববার সকাল ৭টা ১০ মিনিটে এবং খুলনায় পৌঁছানোর কথা রয়েছে দুপুর সাড়ে ১২টায়।
এরপর আবার ট্রেনটি খুলনা স্টেশন ছেড়ে যাবে বেলা দেড়টায় এবং কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে বিকেল ৬টা ১০ মিনিটে।
করোনার প্রকোপ শুরু হওয়ার পর ২০২০ সালের ১৫ মার্চ খুলনা-কলকাতা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর আবার চালু হতে যাচ্ছে এই রুটের ট্রেন।
খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার নিউজবাংলাকে জানান, প্রতি সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার এই দুই দিন খুলনা-কলকাতা রুটে ট্রেন চলবে। ট্রেনটিতে যাত্রীবাহী বগি থাকবে আটটি এবং পাওয়ার কার থাকবে দুটি।
ট্রেনের ৪৫৬ আসনের মধ্যে ৩১২টি এসি চেয়ার ও ১৪৪টি প্রথম শ্রেণির আসন রয়েছে।
টিকিটের মূল্য রয়েছে এসি চেয়ারে এক হাজার ৫৩৫ টাকা এবং এসি কেবিনে দুই হাজার ৫৫ টাকা। টিকিটের সঙ্গে ভ্রমণ কর যুক্ত থাকবে।
স্টেশন মাস্টার মানিক বলেন, ‘কাউন্টার থেকে এই রুটে চলাচলকারী ট্রেনের টিকিট পাওয়া যাবে। অনলাইনে কোনো টিকিট বিক্রি হবে না। শুধু ভারতীয় দূতাবাস থেকে ভিসা গ্রহণকারীরা পাসপোর্ট দেখিয়ে এই টিকিট কিনতে পারবেন।’