বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ ম্লান করতে চায় বিএনপি: শাজাহান খান

  •    
  • ২৮ মে, ২০২২ ১৭:৪৬

শাজাহান খান বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের সময় দেশের মানুষ আনন্দ করবে। বিএনপি চক্রান্ত করে সেই আনন্দ ম্লান করতে চাচ্ছে। এ কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলসহ বহিরাগতদের দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। এর দায় চাপাচ্ছে ছাত্রলীগের ওপর। আমরা জনগণকে সঙ্গে নিয়ে চক্রান্ত প্রতিহত করব।’

বিএনপি পদ্মা সেতু উদ্বোধন ঘিরে দেশবাসীর আনন্দ ম্লান করার চক্রান্ত করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।

শনিবার দুপুর ১২টার দিকে তিনি লালমনিরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন।

সাবেক নৌমন্ত্রী শাজাহান খান বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের সময় দেশের মানুষ আনন্দ করবে। বিএনপি চক্রান্ত করে সেই আনন্দ ম্লান করতে চাচ্ছে। এ কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলসহ বহিরাগতদের দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। এর দায় চাপাচ্ছে ছাত্রলীগের ওপর। আমরা জনগণকে সঙ্গে নিয়ে চক্রান্ত প্রতিহত করব।’

পরিবহন সেক্টরে চাঁদাবাজি নিয়ে তিনি বলেন, ‘আমরা সরকারে এসে সড়কে চাঁদাবাজি বন্ধ করেছি। তবে শ্রমিক সংগঠন পরিচালনার জন্য নির্ধারিত রসিদ মূলে জেলা পর্যায়ে শ্রমিকদের একটি পক্ষ ৩০ টাকা এবং মালিকপক্ষ ৩০ টাকা করে চাঁদা আদায় করছে। এটি চাঁদা না, শ্রমিক সংগঠন পরিচালনার জন্য এ অর্থ ব্যয় করা হয়। শ্রমিকদের বাইরেও দেশের বিভিন্ন পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় সড়কে চাঁদাবাজি হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিআইডব্লুউটিএর নৌবন্দরগুলোতে একইভাবে ফেরিপ্রতি ৩ হাজার থেকে ৫ হাজার টাকা করে ইজারার নামে চাঁদাবাজি চলছে। আমরা এসব চাঁদাবাজি বন্ধে সরকারসহ সংগঠনগুলোকে কঠোর হওয়ার আহ্বান জানাই।’

শাজাহান খান দুপুরে দুই দিনের সফরে লালমনিরহাট পৌঁছান। বেলা ৩টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে তিনি জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন।

এ বিভাগের আরো খবর