রাজধানীর শাহজাহানপুর গুলবাগ এলাকায় পারিবারিক কলহের জেরে গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
১৮ বছরের ওই গৃহবধূর নাম মিম আক্তার। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা।
দগ্ধ অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ গৃহবধূর মা পারভিন আক্তারের অভিযোগ, মিমের স্বামী ওই এলাকায় ফ্লেক্সিলোড ও লন্ড্রি ব্যবসা করেন। প্রতিদিন অনেক মেয়েরা আসেন ওই দোকানে। এক মেয়ের সঙ্গে তিনি সম্পর্কে জড়ান।
এ নিয়ে তার মেয়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে রুমে গিয়ে কেরোসিন ঢেলে শরীরে আগুন দেয়। পরে দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারভিন আক্তার আরও অভিযোগ করেন, ‘তিন বছর আগে আমার মেয়ের সঙ্গে প্রেম করে তারা বিয়ে করে। আমার মেয়ে চার মাসের অন্তঃসত্ত্বা।
‘৬ মাস আগে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আমার মেয়ে হারপিক খায়। পরে হাসপাতালে চিকিৎসা দেয়ার পর বাসায় নিয়ে যাই।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘শাহজাহানপুর বাগিচা এলাকা থেকে মিম নামের এক নারীকে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্নে ভর্তি করা হয়েছে।
‘চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’