বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অনিয়ম করে ভোটে জেতা যাবে না: ইসি হাবিব

  •    
  • ২৮ মে, ২০২২ ১৭:২৯

ইসি আহসান হাবিব খান বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ এবং শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও স্বচ্ছতার প্রশ্নে  যা কিছু করণীয় তার সব চেষ্টা করবে কমিশন।’

অনিয়ম করে আর ভোটে জেতা যাবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান।

তিনি বলেন, ‘নির্বাচনে পাস করতে হলে ভোটারদের কাছে যান। নির্বাচনে নকল করে পাস করার কথা ভুলে যান। কোনো ওহি আপনাকে পাস করিয়ে দিতে পারবে না।’

মেহেরপুরে শনিবার দুপুরে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে একটি পৌরসভা ও ৪টি ইউনিয়ন পরিষদের প্রার্থীরা অংশ নেন।

ভোটের সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের হটকারিতা সহ্য করা হবে না।

অনুষ্ঠানে দ্বাদশ সংসদ নির্বাচন নিয়েও কথা বলেন ইসি হাবিব। তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ এবং শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও স্বচ্ছতার প্রশ্নে যা কিছু করণীয় তার সব চেষ্টা করবে কমিশন।’

মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ মনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসি আহসান হাবিব খান।

তিনি বলেন, ‘কথা দিচ্ছি নির্বাচনে কোনো ধরনের হটকারিতা সহ্য করা হবে না। একটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য যা কিছু দরকার মেহেরপুরে তার সবকিছুই পালন করবে কমিশন।’অনুষ্ঠানে মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা আবু আনছার ও রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেদ বক্তব্য দেন।

এ বিভাগের আরো খবর