কুমিল্লায় নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাতকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গাড়িতে পোস্টার সাঁটিয়ে নির্বাচনি প্রচার চালানোয় শনিবার দুপুরে এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিউলি রহমান তিন্নি নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা বলেন, ‘দুপুরে নগরীর ডুলিপাড়ায় গাড়িতে পোস্টার সাঁটিয়ে নির্বাচনি প্রচার চালান নৌকা প্রতীকের মেয়র প্রার্থী রিফাতের কর্মী-সমর্থকরা। নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করায় রিফাতের বিরুদ্ধে ১০ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করেছি।’
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে দ্বিতীয় দিনের মতো চলছে প্রার্থীদের প্রচার। এদিন আচরণবিধি ভঙ্গ করে জরিমানা গুনেছেন আরেক মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার।
নগরীর দক্ষিণ চর্থা গোলচত্বর এলাকায় নির্বাচনের প্রচারে ঘোড়া ব্যবহার করায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন শিউলি রহমান তিন্নি।
তিনি বলেন, ‘জরিমানার পাশাপাশি নিজামকে আমরা সতর্ক করে দিয়েছি।’