বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইজিবাইক থেকে তুলে নিয়ে ‘ধর্ষণ’

  •    
  • ২৮ মে, ২০২২ ১৬:৫০

ওসি মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, ‘ওই নারী আসামিদের নাম বলতে পারেননি। তবে বিভিন্ন কৌশলে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। চিহ্নিত করা গেলে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।’

নেত্রকোণার মদনে ইজিবাইক থেকে তুলে নিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।শুক্রবার রাতে মদন থানায় এই অভিযোগে মামলা হয়েছে। বাদীর দাবি, মদন-কেন্দুয়া সড়কের বাররী এলাকায় এ ঘটনা ঘটে।মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই নারীর বাড়ি মদন সদরের একটি গ্রামে। তার বয়স আনুমানিক ৪০ বছর।

নারীর বরাতে ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, শুক্রবার সন্ধ্যায় তিনি (নারী) মদন সদর থেকে একটি ইজিবাইকে চড়ে কেন্দুয়া উপজেলায় তার এক আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন। পথে যাত্রীবেশে আরও তিনজন ওঠে। ইজিবাইকটি বাররী এলাকার একটি ফাঁকা স্থানে গেলে যুবকরা চালককে মারপিট করে ওই নারীকে তুলে নিয়ে যায়। পরে এক যুবক তাকে রাস্তার পাশে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে পথচারীদের উপস্থিতি টের পেয়ে তিনজনই পালিয়ে যায়।

এ ঘটনায় রাতেই ওই নারীর ভাই বাদী হয়ে অজ্ঞাতপরিচয় তিন যুবকের নামে মদন থানায় মামলা করেছেন। শারীরিক পরীক্ষার জন্য ওই নারীকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, ‘ওই নারী আসামিদের নাম বলতে পারেননি। তবে বিভিন্ন কৌশলে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। চিহ্নিত করা গেলে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।’

এ বিভাগের আরো খবর